শেরপুর নিউজ ডেস্ক:
যশোরের চৌগাছা উপজেলায় বারি-১ জাতের সবুজ মাল্টার বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে বাগানগুলোতে মাল্টা পরিপক্ক হওয়ায় বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়েছে। গুণমানে পুষ্টিসমৃদ্ধ দেশি মাল্টা ক্রেতাদের কাছে চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন বাগান মালিকরা।
সবুজ মাল্টার পাশাপাশি হলুদ মাল্টা এবং বারোমাসি থাই মাল্টার দিকে ঝুঁকছেন কৃষক।
পাতিবিলা গ্রামের চাষি সুমন জানান, তিনি ছয় বিঘা জমিতে মাল্টা চাষ করে লাভবান হয়েছেন। তিনি এ বছর ১০ লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন।
মাঠচাকলা গ্রামের আব্দুল্লাহ, রামকৃষ্ণপুর গ্রামের আরিফুর রহমান, নুরুজ্জামান জানান, মাল্টা চাষ করে অন্য ফসলের তুলনায় কয়েকগুণ বেশি লাভবান হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে মাল্টা বিক্রি করে উপজেলার চাষিরা লাভবান হচ্ছেন। বর্তমানে সবুজ মাল্টার পাশাপাশি বারি-৩ এবং বারোমাসি থাই মাল্টার চাষাবাদের জন্য তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন জানান, মাল্টা লাভজনক ফসল হওয়ায় উপজেলার প্রতিটি গ্রামেই কমবেশি মাল্টা চাষ হচ্ছে। চলতি বছর উপজেলায় যে পরিমাণ মাল্টা উৎপাদন হয়েছে, তার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।