শেরপুর নিউজ ডেস্ক:
ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই ও বিজেপি প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার তিনিও হতে চলেছেন একজন সংসদ সদস্য (এমপি)। খবর : টাইমস অব ইন্ডিয়া।
ভারতের সবশেষ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড আসন থেকে জয় পেয়েছিলেন রাহুল। পরে তিনি ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে প্রথমবারের মতো ভোট করেন প্রিয়াঙ্কা। তবে প্রথমবারের মতো নির্বাচন করলেও তার জয় নিয়ে তেমন কোনো সন্দেহ ছিল না।
শনিবারের (২৩ নভেম্বর) ভোট গণনায় দেখা গেছে, বিকেল ৪টার সময় প্রিয়াঙ্কা তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে। তিনি পেয়েছেন ৬ লাখ ১৮ হাজার ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই’র সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন ৪ লাখের বেশি ভোটে। জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে প্রিয়াঙ্কা লেখেন, ‘এই জয়ে আমি অভিভূত।
সংসদে আপনাদের কথা আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্নপূরণে আপনাদের হয়ে লড়াই করব।’
এর আগে চলতি বছরের জুনে লোকসভা ভোটে এই আসনে ৬ লাখ ৪৭ হাজার ভোট পেয়েছিলেন রাহুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ লাখ ৬৪ হাজার ভোট বেশি পেয়েছেন। ফলে এবার ভাই রাহুলের চেয়েও বেশি ভোটের ব্যবধানে জিতলেন প্রিয়াংকা।