সর্বশেষ সংবাদ
Home / পরিবেশ প্রকৃতি / প্রেমের টানে বাংলাদেশে কোরিয়ান যুবক

প্রেমের টানে বাংলাদেশে কোরিয়ান যুবক

শেরপুর নিউজ ডেস্ক:

১৯ বছর বয়সী কলেজ পড়ুয়া তরুণীর প্রেমে মজে বাংলাদেশে ছুটে এসেছেন দক্ষিণ কোরিয়ার এক তরুণ। নিজ ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে বাংলাদেশি ওই তরুণীকে বিয়ে করেছেন তিনি। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের তরুণ জে মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দু’জনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে মিঙ্গি, ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

এদিকে ভিন দেশি তরুণের সঙ্গে কন্যার বিয়েতে আনন্দিত বাবা-মাসসহ পরিবারের সদস্যরাও। হাজারো মাইলের দূরত্ব ঘুচিয়ে যে কাছে আসা, চার হাত এক হওয়া তা আজীবন অটুট থাকুক, এমনটিই প্রত্যাশা বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া সবার। কনে রেজভি আক্তার সুমাইয়ার পিতা মো. রেজাউল করিম বলেন, আমি অনেক খুশি আমার মেয়ের ভালোবাসার স্বীকৃতি দিতে পেরে।

পাশাপাশি একজন অমুসলিম যুবক আমার মেয়েকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটাও আমার জন্য অনেক বড় একটা পাওনা। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য সকলের কাছে দোয়া চাই।বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল।

তাদের এই ভালোবাসা নিয়ে রেজভি আক্তার সুমাইয়া বলেন, আমি সত্যিই অনেক আনন্দিত, কারণ আমি কখনো চিন্তাও করিনি ও আমাকে এতোটা ভালোবাসবে যে সে তার নিজ দেশ এবং ধর্ম ছেড়ে এতদূর আমার কাছে ছুটে আসবে। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানালেন কোরিয়ান তরুণ জে মিঙ্গি ওরফে আরফান ইসলাম বলেন, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।রির হ্যাটট্রিকে বিশ্বরেকর্ড তিলকের

Check Also

শক্তিশালী ৪ ঘূর্ণিঝড় একসঙ্গে ধেয়ে আসছে

শেরপুর নিউজ ডেস্ক: একসঙ্গে ধেয়ে আসছে ৪টি শক্তিশালী ঘূর্ণিঝড়। বর্তমানে ঘূর্ণিঝড়গুলো প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eight =

Contact Us