Home / পড়াশোনা / বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপ অনুমোদন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপ অনুমোদন

শেরপুর নিউজ ডেস্ক:

শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে প্রাথমিকভাবে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টি স্কলারশিপের অনুমোদন দেয়া হয়েছে।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এমন ঘোষণা এসেছে। যদিও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগেও শিক্ষা বিষয়ক সহযোগিতামূলক সম্পর্ক ছিল।

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, বছরের পর বছর সম্পর্কের টানাপোড়েনের পরে শিক্ষা সহযোগিতা জোরদারের এই উদ্যোগ দুই দেশের মধ্যে একাডেমিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করছে।

সংবাদমাধ্যম বলছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও পাাকিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন।

প্রসঙ্গত, স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে।

Check Also

আবারও চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ভিসি আমানুল্লাহ

শেরপুর নিউজ ডেস্ক: আবারো চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালে স্নাতক( সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী বছর থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

Contact Us