Home / পড়াশোনা / এ সপ্তাহে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি

এ সপ্তাহে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি

শেরপুর নিউজ ডেস্ক: ৪৭তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এ বিসিএসে একসঙ্গে ক্যাডার ও নন-ক্যাডারের বিজ্ঞপ্তি হবে। সবমিলিয়ে পদসংখ্যা হতে পারে ৩ হাজার ৭০১টি। প্রয়োজনে এ পদ বাড়তে পারে।

শনিবার (২৩ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, ৪৭তম বিসিএসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে।

রোববার (২৪ নভেম্বর) অবশিষ্ট কাজ শেষ করা হতে পারে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৭তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৭০১ জনকে নিয়োগ দেওয়া হতে পারে। এরমধ্যে ক্যাডার নিয়োগ হবে ৩ হাজার ৪৬০ জন। আর নন-ক্যাডারের চাহিদা রয়েছে ২৬১ জনের। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

তথ্যানুযায়ী—স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ১ হাজার ১৮১ সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য অন্যান্য সংখ্যার মধ্যে রয়েছে শিক্ষা ক্যাডারে ৯৩৮ জন, প্রশাসনে ২০০, পুলিশে ১০০, কাস্টমসে ৫০, আনসারে ৫০, ট্যাক্সে ৫০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি ও মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৯৫১ জন।

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 10 =

Contact Us