সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / সাংবাদিক মোল্লা জালালের জামিন

সাংবাদিক মোল্লা জালালের জামিন

শেরপুর নিউজ ডেস্ক:
অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালের জামিন দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার ১৩ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।

এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর সেগুন বাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৪ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
গত ১ নভেম্বর অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে সাংবাদিক মোল্লা জালাল ও তার সহযোগী সলেমান ওরফে সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন এক নারী। এজহারে বাদী নিজেকে সংগীত শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন।

Check Also

আওয়ামীপন্থী সেই ৬১ জন আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট

শেরপুর নিউজ ডেস্ক: সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us