সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ক্রিকেটে ১০ হাজারি ক্লাবে মুমিনুল হক

ক্রিকেটে ১০ হাজারি ক্লাবে মুমিনুল হক

শেরপুর নিউজ ডেস্ক:

প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তুষার ইমরান ও নাঈম ইসলাম এই কীর্তি গড়েছেন আগে। তুষার ইতোমধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। নাঈম এখনও খেলছেন।

অ্যান্টিগাতে রবিবার দ্বিতীয় সেশনের শুরুতে অফ স্টাম্পের বাইরে রাখা আলজারি জোসেফের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করে কভার-পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারতেই লাল বলের ক্রিকেটে মুমিনুলের ১০ হাজার রান পূরণ হয়। সবার আগে এই ক্লাবে নাম লেখানো তুষারের ৩০৭ ইনিংসে ১১ হাজার ৯৭২ রান। আর নাঈম ১০ হাজার ৬২৪ রান করেছেন ২৭৮ ইনিংস খেলে।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেন মুমিনুল। তবে হাফ সেঞ্চুরির পরই আউট হয়ে যান তিনি। দারুণ শুরুর পরও ইনিংসটাকে খুব বেশি লম্বা করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। এদিন শাহাদাত হোসেন দিপু ও লিটন দাসের সঙ্গে বেশ আস্থার সঙ্গেই ব্যাট করছিলেন তিনি। তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ার পর চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি। তাতে ভালো কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে হাফ সেঞ্চুরির পর জেইডেন সিলসের বলে ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে পড়েছেন এলবিডাব্লিউর ফাঁদে।

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =

Contact Us