শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে মেহেদী হাসান হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি রকি (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ভোরে সদর থানার পুলিশের একটি টিম শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত রকি বগুড়া শহরের জহুরুল নগর এলাকার মঞ্জুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের পর সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে বগুড়া আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় সে মেহেদী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। জবানবন্দিতে রকি মেহেদী হত্যাকান্ডের কারণ ও বর্ননা দেয়াসহ হত্যাকান্ডে অংশ নেয়া তার সহযোগীদের নাম বলেছে।
সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকান্ত সাহা তার জবানবন্দি ১৬৪ ধারায় গ্রহন করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই মো: দুলাল হোসেন।
সংলিষ্ট সূত্র জানায়, ওই কলেজ মাঠে আয়োজিত কনসার্ট দেখতে গিয়ে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রকি ও তার সহযোগীদের ছুরিকাঘাতে মেহেদী হাসান খুন হন। উল্লেখ্য, গত শনিবার রাত ৯ টার দিকে মেহেদী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পরে রোববার সন্ধ্যায় বগুড়া সদর থানায় নিহতের মা মোছা. সুকি বেগম শ্যামলী বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে মোট ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। রকি ছাড়াও দুই আসামি হলো, শহরের জহুরুল নগর এলাকার মো. মতি ও মো. শাকিল।
মামলার আর্জিতে সুকি বেগম উল্লেখ করেন তার ছেলে বন্ধুদের সাথে শনিবার রাতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের মাঠে কনসার্ট দেখতে যায়। কিন্তু কনসার্ট দেখতে গিয়েই দুর্বৃত্তদের হাতে তার ছেলে নির্মমভাবে খুন হয়।
ওই দিন রাত সাড়ে ৮টার দিকে রকি, মতি ও সাকিলসহ ৮-৯জন দুর্বৃত্ত কলেজের নতুন ১০ তলা ভবনের অদূরে পুকুর পাড়ের কাছে জোড়া খেজুর গাছের সামনে মেহেদীকে একা পেয়ে তার পেটসহ শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতে তার ভুড়িও বের হয়ে যায়। এরপর দুর্বৃত্তরা চলে গেলে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান (১৯) শহরের মালগ্রামের চাপরপাড়ার (আদর্শপাড়া) রাজমিস্ত্রী রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তবে মেহেদী হাসানের আদি বাড়ি সারিয়াকান্দি উপজেলার বাঁশহাটা উত্তরপাড়ায়। পেশায় ইলেকট্রিক মিস্ত্রীর সহযোগী ছিলেন মেহেদী।