সর্বশেষ সংবাদ
Home / উন্নয়ন / পরীক্ষামূলক ট্রেন চলল বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে

পরীক্ষামূলক ট্রেন চলল বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে

শেরপুর নিউজ ডেস্ক: যমুনা নদীর ওপরে বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার ( ২৬ নভেম্বর) সকালে একটি ট্রায়াল ট্রেন সেতুর পূর্বপাড় টাঙ্গাইলের ভূঞাপুর অংশ থেকে পশ্চিমপাড় সিরাজগঞ্জের সয়দাবাদ অংশে পৌঁছায় এবং অপর একটি ট্রেন সেতুর পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ে পৌঁছায়।

দুইটি ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে ট্রায়াল ট্রেন দুইটি চলাচল করছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর পরামর্শক প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালটেন্ট গ্লোবাল লিমিটেডের সাব স্ট্রাকচার ইঞ্জিনিয়ার রবিউল আলম।

তিনি বলেন, সেতুর পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ের মধ্যে প্রথমে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। ধীরে ধীরে এর গতি বাড়ানো হচ্ছে। এইভাবে বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে এই ট্রায়াল কার্যক্রম চলবে।

২০২৫ সালের জানুয়ারি মাসে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়ে এ প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বলেন, রেল সেতুর নির্মাণ কাজ শেষে পরীক্ষামূলকভাবে সেতুর ওপর দিয়ে ট্রেন চালানো হচ্ছে। এটি চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে আরও দুই মাস সময় লাগবে।

তিনি আরও বলেন, সেতুর ওপর বসানো হয়েছে ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচা প্রতিরোধক স্টিলের কাঠামোর স্প্যান। এই সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাসেনার প্রযুক্তি।

এ প্রযুক্তিতে স্প্যানের ওপর সরাসরি বসানো হয়েছে রেল লাইন। এতে সেতুর ওপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচও কম হবে বলে জানান প্রকল্প পরিচালক।

জানা যায়, ১৯৯৮ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এরপর থেকে সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে থাকে।

গতি কমের কারণে সময়ের অপচয়ের পাশাপাশি ঘটতে থাকে শিডিউল বিপর্যয়। এতে বাড়তে থাকে যাত্রী ভোগান্তি।

এসব সমস্যা সমাধানে সরকার যমুনা নদীর ওপর আলাদা রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয়। পরে ২০২০ সালের ২৯ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে রেল সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।

Check Also

আবারো খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

শেরপুর নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

Contact Us