শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের বড়গোলা এলাকায় ককটেল বিস্ফোরণ ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক এমপি জিন্নাহসহ ১৬৮ জনের নামে মামলা হয়েছে।
এ মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহসহ ১৬৮ জনের নামে উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা আসামি।
ভিকটিম বগুড়া শহরের নিশিন্দারা পুলিশ ব্যাটালিয়ন রোডের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান রোববার রাতে সদর থানায় এ মামলা করেছেন। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলার অন্যতম আসামিরা হলেন- জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম, এমপির শ্যালক শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম দুদু, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ বিপুল ও রেজ্জাকুল ইসলাম রাজু, এমপির ছেলে জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হোসাইন শরিফ সঞ্চয়, ইউপি চেয়ারম্যান এসএম রূপম, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ইউপি চেয়ারম্যান বেলাল, জাপা নেতা সোহাগ, আবু তালহা আলমগীর ও রায়হান আলী মাসুম, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা ও কালের কণ্ঠের নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি ফিরোজ কামাল ফারুক, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান ছাত্রলীগ নেতা আল হাসিবুল হাসান সুরুজ, সাবেক পৌর কাউন্সিলর আমিন আল মেহেদী, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি ফারুক সাখিনা শিখা, মহিলা লীগ নেত্রী মোছা. স্মৃতি, আওয়ামী লীগের পৃষ্ঠপোষক মাহমুদ হোসেন পিন্টু, ছাত্রলীগ নেতা সৈকত, জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা, ইউপি চেয়ারম্যান মোতালেব, ইউপি চেয়ারম্যান জাফর, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মিল্টন প্রমুখ।
বাদী মেহেদী হাসান এজাহারে উল্লেখ করেছেন, শেখ হাসিনার পতনের দাবিতে গত ৪ আগস্ট বেলা ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহরের বড়গোলা এলাকায় যায়।
সেখানে ১৬৮ জন নামীয় ও অজ্ঞাতনামা ২০০ জন অস্ত্রধারী আসামি ১-৬নং আসামির নির্দেশে ৭-১৩নং আসামির নেতৃত্বে অন্য আসামিরা কাটা রাইফেল, ককটেল, হাতবোমা ও লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এ সময় তারা অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটায়।
৩৩নং আসামি আশরাফুল আলম হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মিছিল লক্ষ্য করে গুলি করেন। গুলির ৮-১০টি তার (বাদী) পিঠে লেগে রক্তাক্ত জখম হয়।
৭নং আসামি কেন্দ্রীয় যুবলীগ নেতা মোবাশ্বের স্বরাজ শর্টগান গিয়ে গুলি ছুড়লে তার মাথার পেছনে লেগে গুরুতর জখম হয়।
৮নং আসামি শাহ নেওয়াজ বিপুল শর্টগান দিয়ে গুলি করলে তিনিসহ অনেকে আহত হন। এছাড়া অন্য আসামিরাও এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে অনেকে রক্তাক্ত জখম হন।
ছাত্র-জনতা ধাওয়া দিলে আসামিরা ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতেও কয়েকজন আহত হন।
পরে তাকে (মেহেদী হাসান) উদ্ধার করে শহরের নামাজগড় এলাকায় স্বদেশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে ন্যায়বিচারের আশায় তিনি এ মামলা করেন।