শেরপুর নিউজ ডেস্ক:
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি সামগ্রী তৈরির পাশাপাশি নকল পণ্য তৈরি এবং পণ্যের মোড়কে ওজন এবং উৎপাদনের তারিখ না থাকাসহ বিভিন্ন অভিযোগে বগুড়া শহরতলীর গাজী পালশা এলাকার সোনালী বেকারির ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। সোনালী বেকারির বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের অভিযোগ থাকায় অভিযান পরিচালনা করে বেকারির মালিক মেরাজ মিয়ার ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এসময় বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।