সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে বাংলাদেশের রেকর্ড

আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে বাংলাদেশের রেকর্ড

শেরপুর নিউজ ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ নারী দল। শারমিন সুলতানা সেঞ্চুরি ছোঁয়া ইনিংসের পর সুলতানা আক্তার, মারুফা খাতুনের আগুনঝড়া বোলিংয়ে বড় জয় পেয়েছে টাইগ্রেসরা। ১৫৪ রানের এই জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানে জয়ের রেকর্ড।

বুধবার (২৭ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান করে বাংলাদেশ। জবাবে তিন অঙ্কও ছুঁতে পারেনি আইরিশরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্কভাবেই এগোচ্ছিল বাংলাদেশের ওপেনিং জুটি। তবে দলীয় ৫৯ রানে ওপেনার মুর্শিদা খাতুন প্যাভিলিয়নে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। ৩৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর তিনে নেমে দুর্দান্ত শুরু করেন সুপ্তা। একপ্রান্ত আগলে রেখে দ্রুত রানের চাকা এগিয়ে নেন টপ-অর্ডার এই ব্যাটার। আরেক ওপেনার ফারজানা হক পিংকি বেশ ভালোভাবেই তাকে সঙ্গ দেন। ৬১ রান করে পিংকি ফিরলেও রানের চাকা সচল রাখেন সুপ্তা।

অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটি বেঁধে সেঞ্চুরির খুব কাছে চলে যান তিনি। তবে ৪ রানের আক্ষেপে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাওয়া হয়নি তার। ইনিংসের ৭ বল বাকি থাকতে ৯৬ রান থামেন সুপ্তা। শেষমেশ ৪ উইকেটে ২৫২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ২৮ দশমিক ৫ ওভারে মাত্র ৯৮ রানে থামে সফরকারীরা। আইরিশদের পক্ষে ওপেনার সারাহ ফোরবেস ২৫ রান করেন। এ ছাড়া চারে নেমে অর্লা প্রিন্ডারগাস্ট ১৯ ও লাউরা ডিলানি ২২ রান করেন।

আইরিশদের মূলত বাংলাদেশের তিন বোলারই ধসিয়ে দেন। ৮ দশমিক ৫ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে ৩ উইকেট সুলতানা। এ ছাড়া পেসার মারুফা ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন।

Check Also

পেরু ম্যাচে মেসির বিশ্বরেকর্ড

শেরপুর নিউজ ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nine =

Contact Us