সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ‘নয়া মানুষ’র ট্রেলার প্রকাশ

‘নয়া মানুষ’র ট্রেলার প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক: বানভাসি মানুষের গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘নয়া মানুষ’। আগামী ৬ ডিসেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটির মুক্তি সামনে রেখে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এর ট্রেলার প্রকাশ করা হয়। এসময় সিনেমা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি।

সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী জানিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আমার প্রথম সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রথম সিনেমা নিয়ে অনেক স্বপ্ন থাকলেও প্রতিটি মুহূর্তে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। মাত্র ৩৭ হাজার টাকা নিয়ে এই সিনেমার শুটিংয়ের জন্য আউটডোর রওনা দেই। একটা সময় টাকার অভাবে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে যখন সিনেমাটি নিয়ে হতাশ ছিলাম তখন জি-সিরিজের খালেদ ভাই হাল ধরেন। সবার সহযোগিতায় সিনেমাটি নির্মাণ করেছি। এই সিনেমা মানুষের মনে দাগ কাটবে। নয়া মানুষ হওয়ার জন্য অনেকেই চাইবে।

অভিনেতা রওনক হাসান, এই কাজটা অসম্ভব কষ্ট করে করা। আমাদের সব কথা নয়া মানুষের মাধ্যমে বলা হয়েছে। যার জন্য সিনেমাটি দেখতে হবে। মানুষের চোখকেও সিনেমাটা আরাম দেবে।

সিনেমার প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। তার প্রশংসা করে এই রওনক হাসান বলেন, মৌসুমী চরের মানুষের সঙ্গে একেবারে মিশে গেছে। এতটা মিশে গিয়েছিল যে, কখনো ওকে (মৌসুমী) আলাদা মনে হয়নি। সিনেমাটির জন্য আমরা বিশাল যুদ্ধ করেছি। সবাই হলে এসে সিনেমাটি দেখবেন। বাংলা, মাটি ও মানুষের গল্প নয়া মানুষ।

মৌসুমী হামিদ বলেন, এই সিনেমাটি আমাকে শক্তি জোগায়। নয়া মানুষের জার্নি আমার জীবনে কাজে লেগেছে। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটি যখন বন্ধ হয়ে যায় তখন নাজমুল হক ভূঁইয়া (খালেদ) হাল ধরেছেন। তিনি না হলে সিনেমাটি শেষ হতো না। আমরা নয়া মানুষ নিয়ে অনেক বেশি আশাবাদী।

Check Also

ঢাকায় মঞ্চ মাতালেন কণ্ঠশিল্পী ঐশী

শেরপুর নিউজ ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গান নিয়ে দেশ-বিদেশ ছুটছেন সংগীতশিল্পীরা। দেশের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =

Contact Us