সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে মহিলা কলেজে স্মরণসভায় বাদশা- বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে

শেরপুরে মহিলা কলেজে স্মরণসভায় বাদশা- বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে

শেরপুর নিউজ: বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। তাদের আত্মত্যাগের কারণেই গত ৫ আগষ্ট দেশে ফ্যাসিবাদ স্বৈরাচারের পতন হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হচ্ছে। কিন্তু তাদের অপতৎপরতা থেমে নেই। ষড়যন্ত্র এখনো চলছে। আগামীতে সাম্য, গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১টার দিকে শেরপুর শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ হলরুমে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও কলেজ গর্ভনিং বডির সদস্য মো. পিয়ার হোসেন পিয়ার, কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।

এসময় সম্মানিত অতিথি হিসাবে উপজেলা বিএনপি নেতা ও বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মাহবুবুর আলম হিরু, বিএনপি নেতা জাহিদুর রহমান টুলু, মামনুর রশিদ আপেল, নজরুল ইসলাম জাকি, যুবদল নেতা সাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দল নেতা কাওছার কলিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান শাহীন। শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Check Also

শেরপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাই সাইকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =

Contact Us