শেরপুর নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে ও আদালত প্রাঙ্গণে সাম্প্রতিক একাধিক অনভিপ্রেত ও নজিরবিহীন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দেশের সব আদালত ও ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল (২৭ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনপ্রিভেপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি।’
এতে আরো বলা হয়, ‘দেশের আদালতসমূহ যেন বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে সেবা প্রদান করতে পারে সে লক্ষ্যে সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই মর্মে আশ্বস্ত করছে যে সমস্ত প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালতসমূহে সেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি দেশের আদালতগুলোতে এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়া দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে দেশের বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে সেবা প্রদানের ধারা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।’
এ অবস্থায় দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে জাতির বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারিক সেবা প্রদান অব্যাহত রাখাসহ সার্বিক নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।