শেরপুর নিউজ ডেস্ক:
আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আগে ব্যাট করে আফগানিস্তানকে ২২৯ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৮৩ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখেশুনে খেলছিলেন দুই আফগান ওপেনার মাহবুব খান এবং উজাইর খান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দুজনেরই কেউই। উজাইর ৮ রান করে আউট হলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন মাহবুব। তৃতীয় উইকেটে নাসির খানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ফয়সাল খান।
নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি ফয়সাল। ৫৮ রান করেন তিনি। এরপর ৬০ বলে ৩৪ রান করে সতীর্থের দেখা পথ অনুসরণ করেন নাসির। এদিন ইনিংস বড় করতে পারেননি নাজিফউল্লাহ আমিরিও। ১৯ বলে ১৭ রান করে এই ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করেন বারাকাতুল্লাহ ইব্রাহিমজাই (১৯), হামজা খান (৫), খাতির স্তানিকজাই (৩) এবং আব্দুল আজিজ (৫)।
এতে ১৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। ৪৮তম ওভারে আল্লাহ গাজানফার রান আউট হলে ১৮৩ রানে গুঁটিয়ে যায় আফগানিস্তান। এতে ৪৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আল ফাহাদ এবং ইকবাল হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া মারুফ মৃধা দুটি এবং রাফি নেন এক উইকেট।
এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার। এরপর আরেক ওপেনার কালাম সিদ্দিকের সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন আজিজুল তামিম। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। কালাম ১১০ বলে ৬৬ ও দেবাশিষ দেবা ৬ বলে ১ রান করে আউট হন। দলীয় ১৮২ রানে ১৫ বলে ১০ রান করে আউট হন শিহাব।
এরপর ১৫ রান যোগ করতে আরো ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আজিজুল তামিম। দলীয় ২০৪ রানে ১৩৩ বলে ১০৩ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্টানিকজাই নেন ২টি করে উইকেট। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।