সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / রাতে ৩ ঘণ্টা বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

রাতে ৩ ঘণ্টা বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) কক্সবাজারের সিমিইউ-৪ সাবমেরিন কেবলের চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ করা হবে। সে জন্য আজ রবিবার (১ ডিসেম্বর) রাতে তিন ঘণ্টার জন্য দেশের ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হতে পারে।

গতকাল শনিবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসিপিএলসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এমন অবস্থায় সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রবিবার রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত (মোট দুই ঘণ্টা ৫৯ মিনিট) কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিস্টেমের সিমিইউ-৪-এর চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম কর্তৃক কেবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এই সময় সিমিইউ-৪-এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।

বিএসসিপিএলসি সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের (কম্পানি) সদস্য। যেটি বাংলাদেশে সাবমেরিন কেবলসের অধিক ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে।

বর্তমানে সিমিউই-৪ এবং সিমিউই-৫ কেবল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্রাফিক চলছে। সিমিউই-৪-এর জন্য বিএসসিসিএলের কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে। আর সিমিউই-৫-এর জন্য বিএসসিসিএলের ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়।

Check Also

জাতীয় ঐক্যের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় ঐক্যের সমর্থনে বিবৃতি দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। শনিবার (৩০ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + five =

Contact Us