ধুনট (বগুড়া) সংবাদদাতা: চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবি এবং মসজিদ ভাঙচুরের প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে স্থানীয় তৌহিদি জনতার উদ্যোগে ধুনট কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আশরাফুদ্দীন আল আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মুফতী আব্দুস সবুর, মুফতী আতিকুর রহমান, শাহীন আলম, মুফতী এনামুল হক, আব্দুল করীম, মাওলানা রবিউল ইসলাম রবি, মুফতি আবু বক্কর সিদ্দিক, মুফতি কাওছার আহমেদ, হাফেজ মাওলানা আতিকুর রহমান, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ও আকতার আলম সেলিম।
বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আরিফুল্লাহ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তাদেরকে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে হামলায় নিহিত আলিফ হত্যার দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।