সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্রের সম্মাননা প্রদান

পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্রের সম্মাননা প্রদান

শেরপুর নিউজ ডেস্ক:
কবি সম্মেলনের শেষ দিনে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে বগুড়া লেখক চক্র। বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপি কবি সম্মেলনের শেষ দিন বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শনিবার দুপুরে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের। উপস্থিত ছিলেন উদ্বোধনী পর্বের প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন।

এবছর সম্মাননা প্রাপ্ত পাঁচ জন বিশিষ্ট ব্যক্তি হলেন কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নবর্তী’ সম্পাদক কবি শেলী সেনগুপ্তা এবং গবেষণায় সানজিদা হক মিশু। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয়, সম্মাননা পত্র এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। সম্মাননাপ্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলক পাল।

এর আগে ১ম পর্বে দিনের শুরুতেই কথা ও কবিতা পর্বে কবি মতিয়ার রহমানেরএর সভাপতিত্বে এবং অদিতি রায়ের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন এইচ আলিম, আমির খসরু সেলিম, ওয়ায়েজ রেজা, মাহাবুব টুটুল, হিরুণ্য হারুন, মাহমুদ কাওছার, সাফওয়ান আমিন, শাহাদত হোসেন, ড. শামীম আরা, রাহাত রিটু, আহমেদ জুয়েল, তাহমিনা শিল্পী, রাহেল রাজিব, নাহিদ হাসান রবিন, এইচ আলিম, আতাউর রহমান, পারভেজ বাবুল, শামসুদ্দিন হীরা, মেহনাজ নূর, লিপি কাজী, অরণ্য খান, দিলীপ ঘোষ, মারিয়া নূর, কমল কুজর, হারাণু পথিক, নিরঞ্জন হীরা, রিজভী হাসনাত, আশরাফুল নয়ন প্রমুখ। এর পর কবির উপস্থিতিতে কবিতা পাঠ পর্বে কবি মাহফুজ ফারুকের সঞ্চালনা ও কবি আলমগীর মালেকের সভাপতিত্বে কবি শেখ ফিরোজ আহমদ, অমিত রেজা চৌধুরী, এমরান কবির, কামরুন নাহার কুহেলী, সিকতা কাজল, হিরণ্য হারুন, প্রতত সিদ্দিকী ও অনন্য রাসেলের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী অল পাল, গাজী আশা, প্রতত সিদ্দিকী, মাহফুজ ফারুক, সজীব কুমার।

Check Also

চট্টগ্রামে এড. সাইফুল হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্য, সহকারী পাবলিক প্রসিকিউটর এড. সাইফুল ইসলাম আলিফের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − one =

Contact Us