Home / দেশের খবর / শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

শেরপুর নিউজ ডেস্ক:

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সশস্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতি কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখে। মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত বিজয় আসে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে।

একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে আত্মপরিচয় লাভ করে বাংলাদেশের জনগণ। অর্জিত হয় স্বাধীন ভূখণ্ড আর লাল-সবুজ পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বিজয়ের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পায় এ মাসে। ডিসেম্বরের শুরু থেকে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ এবং যৌথ বাহিনীর জল, স্থল আর আকাশপথে জোরালো আক্রমণের মুখে হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

লাখো শহিদ আর মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে স্বাধীনতা অর্জন করলেও শুরু থেকে নানা ঘাত-প্রতিঘাতে এগিয়েছে বাংলাদেশ। জাতীয় জীবনে নানা ঘটনাবলি পার করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় এখনো সবার মুখে মুখে।

Check Also

ঈদের আগেই আসছে নতুন টাকা, থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’

শেরপুর নিউজ ডেস্ক: কোরবানির ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। দুই টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us