শেরপুর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইউটিউবে গুজব ও উসকানিমূলক কনটেন্ট ছড়ানো বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
সংগঠনটি থেকে বলা হয়, ‘এ ধরনের কনটেন্ট প্রচার বন্ধ করে জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
রবিবার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানায় গ্রাহক অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে দেশের অভ্যন্তরে এবং বিদেশ থেকে নানা গুজব প্রচারিত হচ্ছে। এসব গুজব এবং উসকানিমূলক কনটেন্ট রাষ্ট্রে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যা দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক বিকাশের জন্য বিনিয়োগকে বাধার মুখোমুখি করছে।’
এ সময় দেশের ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইন সংশোধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
গুজব রোধে, সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন করা, বিশ্বাসযোগ্য তথ্যের উৎস তৈরি করা (সরকারি তথ্য ভাণ্ডার), গুজবের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে র্যাপিড রেসপন্স টিম গঠন, গণমাধ্যমের শক্ত ভূমিকা তৈরি করার পরামর্শও দেন তিনি।
একই সঙ্গে এসব ব্যাপারে সচেতনতা তৈরি করতে বিটিআরসি, এনটিএমসি, এমএনও, আইএসপিএবি, আইআইজিসহ সব স্টেক হোল্ডারদের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেছেন মহিউদ্দিন আহমেদ।