সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / আপিলের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে আদালত: রিজভী

আপিলের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে আদালত: রিজভী

শেরপুর নিউজ ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল রায়ের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে রিজভী রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিচারকাজ অন্যায়ভাবে পরিচালিত হতো।

রিজভী জানান, আওয়ামী লীগ সরকার তাদের একজন দলীয় নেতা আবদুল কাহার আকন্দ’র মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দিয়েছিল। তবে বর্তমান স্বাধীন বিচার বিভাগ সঠিক রায় দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তারেক রহমান ও বিএনপির অন্যান্য নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তি ব্যবহার করে সাজা দেয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল।

এছাড়া, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে যে তথ্য প্রকাশ করেছে, তা ভুল বলে মন্তব্য করেন রিজভী। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতি অষ্টম সিস্টার্সে পরিণত করতে চাচ্ছে।

 

Check Also

আমরা ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত: তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমার ৩০-৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fourteen =

Contact Us