Home / বিনোদন / বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন

বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন

শেরপুর নিউজ ডেস্ক: বাঙালির মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহিদের রক্তে কেনা এ বিজয়।

বিজয়ের মাসে ফেসবুকে স্ট্যাটাসে নিজের এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি জানান, ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান শেয়ার করবেন।

সেই ধারাবাহিকতায় প্রথমদিন সাবিনা ইয়াসমিনের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করেছেন অভিনেত্রী।

গানটি শেয়ার করে শাওন লিখেছেন, বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব।

এরপর এই অভিনেত্রী আরও লেখেন, যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ’৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা…।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।

এই দিনটিকে সামনে রেখেই প্রতিদিন একটি করে দেশত্ববোধক গান নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ারের কথা জানালেন মেহের আফরোজ শাওন।

Check Also

নাটক থেকে বিদায় নিলেন ফারিয়া শাহরিন

শেরপুর নিউজ ডেস্ক: আপাতত নাটক থেকে বিদায় নিলেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 16 =

Contact Us