শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় গত নভেম্বর মাসে মাদকবিরোধী অভিযানে ১৪৬জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে, একটি বিদেশী পিস্তল, ১৫টি বার্মিজ চাকু ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত নভেম্বর মাসে দেশী বিদেশী অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ১৪৬জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২ গ্রাম হিরোইন, ৯৮৯ বোতল ফেন্সিডিল, ৩৮ কেজি গাঁজা, ৬৯৫ পিস ইয়াবা, ১ হাজার ৮৩২ পিস ট্যাপেন্টাডল, ৫৭০ ইনজেকশন এবং ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এছাড়া ১০৯ টি সাজা পরোয়ানাসহ মোট ১ হাজার ২৭৮ টি পরোয়ানা/ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।
পুলিশের মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার বলেন, ‘জেলা পুলিশের অভিভাবক জেদান আল মুসা পিপিএম স্যারের নেতৃত্বে জেলা পুলিশের প্রত্যেক সদস্য পূর্ণ কর্ম উদ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনগণের সার্বিক সহযোগিতা এই অভিযানকে এবং নিরাপদ বগুড়া বিনির্মাণে আরো বেশি উৎসাহিত করবে।