সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের

রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হলো অবশ্যই ষড়যন্ত্রের ওপর বিজয়ী হওয়া। সত্য আমাদের আস্থা দেয় যে, শেষমেশ ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হবে।

রোববার (১ ডিসেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেন।

রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের অবসান ঘটাতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও লিখেন, চলুন, ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক পার্থক্যের কারণে কোনো ব্যক্তির জীবন বা পরিবার ধ্বংস হবে না।

তিনি আরও লিখেন, আমরা প্রতিজ্ঞা করি যে, আমরা গণতন্ত্রকে সমর্থন করব, যা বিশ্বাস, আস্থা এবং মতাদর্শের বৈচিত্র্যে সমৃদ্ধ। গণতন্ত্রই বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের ক্ষমতা প্রদান করবে।

আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন, প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক, সহিষ্ণু এবং বিধিনির্ধারিত সমাজ গঠন করতে হবে।

Check Also

সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাপ্রধান

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Contact Us