শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার(৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা বাজারে জহুরুল সুপার মার্কেটে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবী রসূলগণ যেসব কাজ করেছেন জামায়াতে ইসলামীও তাদের দেখানো কাজই করে যাচ্ছেন। এ কাজে বাতিলের পক্ষ থেকে শত বাঁধা বিপত্তি আসবে। সব কিছু উপেক্ষা করেই কাজ করে যেতে হবে। অবশেষে ইসলামেরই বিজয় হবে ইনশাল্লাহ।
ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও শাহবন্দেগী ইউনিয়ন জামায়াতের কেয়ারটেশার মাওলানা নাজমুল হক।
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শাহবন্দেগী ইউনিয়নের সাবেক আমীর জহির রায়হান, শাহবন্দেগী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী প্রভাষক ইমরান হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা জালাল উদ্দিন, মাওলানা শামসুল হক, জামায়াত নেতা সাইয়্যেদুল আলম, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।