শেরপুর নিউজ ডেস্ক: পাচারের টাকা ফেরত আনতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফিরিয়ে আনা বর্তমান সরকারের একটি বড় চ্যালেঞ্জ। যেভাবেই হোক আমরা এই অর্থ ফেরত আনার চেষ্টা করব। পাচার হওয়া অর্থ ফেরত আনতে যেসব প্রতিষ্ঠান কাজ করে তাদের সঙ্গে বৈঠক হচ্ছে। টাএ অবশ্যই কষ্টসাধ্য কাজ, তবে আমাদের টপ প্রায়োরিটিগুলোর একটি।
রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা বলেছেন- শ্বেতপত্রটা লুটপাটের এমনই চিত্র, এটি আমাদের স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে আসা উচিত। সবার জানা উচিত যে গত ১৫ বছর কীভাবে এই লুটপাট চলেছে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ কথা জানা।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, হাজার হাজার লোককে খুন করা হয়েছে, গুম করা হয়েছে তাদের বিচার তো হবেই। যারা এই মহাচুরি করে পুরো দেশকে লন্ডভন্ড করে দিয়ে গেছে, তাদের বিচারও করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
পাচার হওয়া অর্থ ফেরানো সরকারের টপ প্রায়োরিটিগুলোর একটি জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফিরিয়ে আনা বর্তমান সরকারের একটি বড় চ্যালেঞ্জ। যেভাবেই হোক আমরা এই অর্থ ফেরত আনার চেষ্টা করব। সে অনুযায়ী আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আপনারা দেখবেন, অনেকগুলো কাজ শুরু হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের সমাজের অনেকেই ওই সময় নিশ্চুপ ছিলেন। দুঃখজনক হলেও সত্য, সাংবাদিকদের অনেকে এর বৈধতাও দিয়েছিলেন। আমরা অনেকে আবার বেশ পরে গিয়ে বুঝতে পেরেছিলাম।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, দ্রব্যমূল্য কমিয়ে আনতে কী করা যায় তা নিয়ে সিরিজ মিটিং হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শপথ নেওয়ার পর থেকে একটি ঘণ্টাও নষ্ট করছেন না। সব পক্ষের সঙ্গে তিনি কথা বলছেন।