ধুনট( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন তাঁতী দলের দুই বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা তাঁতী দলের সভাপতি আমিনুল ইসলাম পাঠান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন কমিটিতে মজনুকে সভাপতি, লিমনকে সহসভাপতি, এ্যাড.সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক, সোহাগকে যুগ্ম সম্পাদক ও উজ্জল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়।
উল্লেখ্য, এলাঙ্গী উচ্চ বিদ্যালয় চত্বরে কমিটি গঠন ঊপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জিএম সম্রাট, এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম মুকুল, উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মিঠু প্রামানিক।