সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলায় খালে-বিলে শাপলা ফুলের বিশাল সমারোহ। এতে করে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আকৃষ্ট হচ্ছেন পথচারীরা। কিছু সময়ের জন্য হলেও পথচারীরা সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।
উপজেলার হাড়িয়াকান্দির রুহের বিল, মহিচরণ বিল, গজারিয়া বিল, সাতবিলা, মাধবডাঙ্গা, পাঠানপাড়া, বামুনিয়া, সিঙ্গির পাড়া, গণিয়ারিকান্দি বিলে গিয়ে শাপলা ফুলের বিপুল সমারোহ দেখা গেছে। স্থানীয়রা জানান, সকালে সূর্য ওঠার সাথে সাথে শাপলা তার কলি থেকে ফুটতে শুরু করে। বেলা ১০টার পর ফুলগুলো ফোটা শেষ হয়। ফুলগুলো যতক্ষণ আকাশে সূর্যের আলো থাকে ততক্ষণ প্রস্ফুটিত থাকে।
বেলা গড়ার সাথে সাথে ফুলগুলো আবার কলিতে লুকিয়ে পড়ে। এভাবে শাপলা ফুলের লুকোচুরি দেখতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এসব বিলে ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য উৎসুক জনতা ভিড় জমান। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত গ্রামগঞ্জের খালে বিলে ও পুকুরে জাতীয় ফুল শাপলার দেখা মেলে। পানিতে থাকা এই ফুলের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে।