সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বিশ্বকাপ আয়োজক হিসেবে সর্বোচ্চ নম্বর পেল সৌদি আরব

বিশ্বকাপ আয়োজক হিসেবে সর্বোচ্চ নম্বর পেল সৌদি আরব

শেরপুর নিউজ ডেস্ক:
২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব একমাত্র বিডার ছিল। ফলে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তারাই বিশ্বকাপ আয়োজন করবে, সেটা একদম নিশ্চিত। শনিবার (৩০ নভেম্বর) সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছিল ফিফা।

মানবাধিকার ইস্যুতে সৌদি নিয়ে অনেকের আপত্তি থাকলেও তাদের ৫–এর মধ্যে ৪ দশমিক ২ দিয়েছে ফিফা, যা ইতিহাসে সর্বোচ্চ।

ফিফা জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি ‘মধ্যম’। ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার দাবি, সংস্কারের জন্য এটি নিয়ামক হিসেবে কাজ করতে পারে। যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল, ফিফার এমন মূল্যায়নকে তিরস্কার করেছে তারা।

এদিকে বিশ্বকাপ আয়োজনে অবকাঠামোই প্রধান চ্যালেঞ্জ তেলসমৃদ্ধ দেশটির। ২৩টি স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা হবে। এর মধ্যে কিং সালমান স্টেডিয়াম নির্মাণের অপেক্ষায়, যার দর্শক ধারণক্ষমতা ৯২ হাজার হবে।

বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচও এখানেই হবে। ২০৩২ সালে এই স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা। ২০২৭ এশিয়ান কাপকে সামনে রেখে আরো ৩টি স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

তবে ফিফার দাবি, সৌদির প্রস্তাবে টেকসই অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি আছে। পরিবেশগত সুরক্ষার বিষয়েও ঝুঁকি কম। তবে খেলার সময় নিয়ে উচ্চ ঝুঁকির কথা স্বীকার করেছে ফিফা। তাই সম্ভাব্য কোনো সূচি এখনো ঠিক করা হয়নি। আবহাওয়ার কারণে শীতের সময়ে হতে পারে বিশ্বকাপ।

সর্বশেষ কাতার বিশ্বকাপেও এ ঘটনা ঘটেছিল। বিশ্বকাপের জন্য সেরা সময় বেছে নিতে সৌদি আরবের সঙ্গে ফিফা কাজ করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আগামী ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ আয়োজকদের নাম ঘোষণা করবে ফিফা।

Check Also

বাংলাদেশের স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই

শেরপুর নিউজ ডেস্ক: এসএ গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Contact Us