শেরপুর নিউজ: আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খান।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা শাখার সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা জামায়াতের আমীর মাও. দবিবুর রহমান, সেক্রেটারী আব্দুল্লাহ মুস্তাফিধ নাসিম, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই বারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় কর্মসুচির আলোকে স্থানীয়ভাবে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবসের কর্মসুচী নির্ধারণ করা হয়।