সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার কারণে ত্রিপুরা সরকার আজ মঙ্গলবার তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

পরবর্তী যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে চব্বিশ ঘণ্টা মোবাইল টহলসহ হাইকমিশন ভবনের চারপাশে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দায়িত্বে অবহেলার দায়ে যে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলেন- উপপরিদর্শক দিলু জামাতিয়া, জয়নাল হোসেন এবং সার্জেন্ট দেবব্রত সিনহা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আজ মঙ্গলবার বলেছেন, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘সোমবারের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। এই তদন্তভার পড়েছে সাউদার্ন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের ওপর (ডিআইজি)। এ ঘটনায় সাব-ইন্সপেক্টর দিলু জামাতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া সহকারী কমান্ড্যান্ট কান্তি নাথ ঘোষকে বদলি করা হয়েছে।’ দায়িত্বে অবহেলার অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া হয়।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও এ ধরনের কাজ একেবারেই অগ্রহণযোগ্য।’

কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Check Also

তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, শিক্ষার্থীদের বললেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =

Contact Us