শেরপুর নিউজ ডেস্ক: সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। আজ মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া শুরু করে ঢাকার। সম্প্রতি হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনার পর এ উত্তেজনার পারদ চরমে উঠেছে। ভারতে বেশ কয়েকটি সংগঠন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংখ্যালঘুদের সুরক্ষার ব্যবস্থা করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে ভাঙচুর করা হয়। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছেঁড়া ও আগুন দেওয়া হয়। এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে আটক করা হয়েছে। বরখাস্ত হয়েছেন ত্রিপুরার তিন পুলিশ সদস্য।