Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য বিভাগ সারিয়াকান্দির আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ধান- চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোঃ আতিকুর রহমান,ওসিএলএসডি রাশেদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।

কৃষক অ্যাপের মাধ্যমে আমন ধান ও চাল সংগ্রহে প্রতি মন ১৩২০ টাকা দরে একজন কৃষক ৩ টন করে ধান দিতে পারবে। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৬৪ মেট্রিক টন, সিদ্ধ চাল ৭৪০ মেট্রিক টন এবং আতপ ১৬ টন। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ টাকা এবং আতপ চাল প্রতি কেজি ৪৬ টাকা দরে ক্রয় করা হবে। ধান চাল সংগ্রহ ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

Check Also

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

রহিদুর রহমান মিলন,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে পুলিশ অভিযান পরিচালনা করে একজন দেশীয় অস্ত্রধারী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 11 =

Contact Us