সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে যুবদল নেতার মৃত্যু, খবর শুনেই মারা গেলেন নানি

ধুনটে যুবদল নেতার মৃত্যু, খবর শুনেই মারা গেলেন নানি

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে রাজনৈতিক সভায় বক্তব্য প্রদানকালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আব্দুল হালিম (৪২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এদিকে নাতির মৃত্যু খবর শুনেই নানি আয়েশা বেওয়াও (৮৫) মারা গেছেন। একই সঙ্গে নাতি ও নানির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আব্দুল হালিম ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে এবং তিনি ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ছিলেন। এছাড়া নানি আয়েশা বেওয়া মাটিকোড়া গ্রামের মৃত আবুল হোসেন আকন্দের স্ত্রী।

জানাযায়, গত সোমবার সন্ধ্যায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকায় স্থানীয় বিএনপির আয়োজিত একটি উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছিলেন যুবদল নেতা আব্দুল হালিম। বক্তব্য প্রদানকালে অতীতে বিরোধীদলে থাকা অবস্থায় নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। পরে সেখান থেকে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে আদরের নাতির এমন মর্মান্তিক মৃত্যুর খবর সইতে না পেরে তার বৃদ্ধা নানীও হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ যোহর মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নানি ও নাতির জানাজা অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা আব্দুল হালিমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বগুড়া-৫ আসনের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Check Also

ধুনটে গণঅধিকার পরিষদ উপজেলা শাখার আহব্বায়ক কমিটি গঠন

এম,এ রাশেদ: গণঅধিকার পরিষদ (জিওপি) বগুড়া জেলার ধুনট উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =

Contact Us