শেরপুর নিউজ ডেস্ক: প্রথম টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে হার। দ্বিতীয় টেস্টের শুরুতেও নড়বড়ে ব্যাটিং। মাত্র ১৬৪ রানে অলআউট। এমন পরিস্থিতিতে আরও একটি টেস্ট হারের সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু বাংলাদেশের বোলারদের কৃতিত্বে প্রথম ইনিংসেই ১৮ রানের লিড পেল বাংলাদেশ।
এরপর ব্যাট করতে নেমে জাকের আলী অনিকের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের বড় লক্ষ্য পেতে দিতে পেরেছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলাররা রীতিমতো আতঙ্ক হয়ে দেখা দিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের সামনে। প্রথম ইনিংসে পেসার নাহিদ রানা ছিলেন আতঙ্ক। দ্বিতীয় ইনিংসে সেই আতঙ্ক নিয়ে হাজির হলেন স্পিনার তাইজুল ইসলাম। তার পাঁচ উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করে দিল বাংলাদেশ এবং পেল ১০১ রানের বিশাল ব্যবধানে এক জয়।
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের আবার হারাতে পারলো বাংলাদেশ। ২০০৯ সালে সর্বশেষ ক্যারিবীয়দের মাটিতে টেস্ট জিতেছিল টাইগাররা।