সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সরকার কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না: ড. ইউনূস

সরকার কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না: ড. ইউনূস

শেরপুর নিউজ ডেস্ক: কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হবে না– এটাই সরকারের নীতি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ, নিহতদের রাষ্ট্রীয় খেতাব, আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার এবং জুলাই গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ওপর জোর দেন। এ ছাড়াও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে তারা সরকারের বিরুদ্ধে সরব এটা ঠিক। সরকারের নিজের কোনো পত্রিকা নেই। আছে শুধু প্রেস উইং। তারা পত্রিকায় প্রেস রিলিজ পাঠায়। কেউ ছাপে, কেউ ছাপে না কিংবা তাদের মনমতো শেষ পাতায় বা কোণায় ছোট করে দেয়। প্রেস উইং ওদের মতো করে চেষ্টা করছে, কাজ করছে।’

ড. ইউনূস বলেন, ‘সরকার কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না। সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে, এটাই আমাদের নীতি। আমরা এই নীতিতে থাকব। আমি বুঝতে পারছি তোমরা কিছুটা মনঃক্ষুণ্ণ। এটা আসলে কিছুটা মন খারাপ হওয়ার মতোই যে সরকারের কাজ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

শিক্ষার্থীরা রাষ্ট্রের অভিভাবক জানিয়ে ড. ইউনূস বলেন, ‘তোমাদের কারণেই রাষ্ট্র। এই ভূমিকা ভুলে যেও না। নিজেদের ভূমিকা ভুলে যেও না। অনেকে এখানে আছে, অনেকে নেই। যারা নেই, তারাও রাষ্ট্রের অভিভাবক। তোমাদের দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে, যেন বিচ্যুত না হয়। এইটুকু মনে রাখলে রাষ্ট্র ঠিক থাকবে। নিজের অভিভাবকত্ব ভুলে যেও না।’

Check Also

কঠিন সময় পার করছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যেকোনও সময়ের চাইতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =

Contact Us