সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / সোনাতলা / সোনাতলার সাবেক মেয়র নান্নু দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

সোনাতলার সাবেক মেয়র নান্নু দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, গত কয়েক দিন থেকেই নান্নু ঢাকায় অবস্থান করছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে তিনি সোনাতলায় ফেরেন। খবর পেয়ে যৌথ বাহিনী তার বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। বাড়ি তল্লাশি শেষে মেয়রের গ্রামের বাড়ি কাবিলপুরে তার পুকুর পাড়ের খামারে অভিযান চালায়। অভিযানে তার খামার থেকে একটি রাম দা ও বাড়ি থেকে ১৬টি অস্ত্র পাওয়া যায়। সব মিলে ১৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। এসবের মধ্যে পাঁচটি ছোরা, একটি চাইনিজ কুড়াল, ছয়টি রাম দা, তিনটি চাকু, একটি বার্মিস চাকু রয়েছে।

এদিকে সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। নান্নুকে গ্রেপ্তারের প্রতিবাদে তার নিজস্ব অনুসারী প্রায় কয়েকশত স্থানীয় নারী-পুরুষ রাতে রাস্তায় বেরিকেড দেওয়ার চেষ্টা করেন। তবে প্রথমে সেনাবাহিনী তাদেরকে সরে যেতে বলে। এর পরেও তারা অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা শক্ত হাতে দমন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তখন তারা সটকে পড়েন।

সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী হুদা বলেন, মঙ্গলবার রাত ৭টা থেকে প্রায় ৫ ঘণ্টা অভিযানের পর রাত আনুমানিক ১২টার দিকে সোনাতলা থানায় নিয়ে সাবেক মেয়রকে অস্ত্রসহ জমা দেওয়া হয়। এ ঘটনায় আজ বুধবার অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে চালান দেওয়া হয়েছে। সাবেক মেয়র নান্নুর বিরুদ্ধে ৫ আগষ্টের পর দুটি হত্যা মামলা হয়েছে।

Check Also

বগুড়ায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বগুড়ার সোনাতলায় চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

Contact Us