সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনটে নাতির মৃত্যুর খবর শুনে মারা গেলেন তার নানি

ধুনটে নাতির মৃত্যুর খবর শুনে মারা গেলেন তার নানি

 

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম হালিম (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী থানা পাড়া মৃত আজিজুর রহমান ফটিকের মেজো ছেলে। যুবদল নেতার মৃত্যুর খবর শুনেই তার নানি আয়শা আক্তার (১০১) মাটিকোড়া গ্রামে নিজ বাড়িতে মারা যান।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল বাজারে যুবদলের কর্মী সভায় বক্তব্যকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাদ জোহর মাটিকোড়া উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদল নেতা ও তার নানির একই সঙ্গে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপি’র উপদেষ্টা এড. মোজাম্মেলক হক, পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা সানোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আপেল মাহমুদ, মুনজিল হোসেন, মাহবুবুর রহমান ফিরোজ, রফিকুল ইসলাম শাহীন, গোলাম মাহবুব প্যারিস, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, মইনুল হাসান মুকুল, হায়দার আলী হিন্দোল প্রমুখ।

Check Also

পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্রের সম্মাননা প্রদান

শেরপুর নিউজ ডেস্ক: কবি সম্মেলনের শেষ দিনে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ জন বিশিষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =

Contact Us