সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ‘আলহামদুলিল্লাহ,আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন : তাসকিন

‘আলহামদুলিল্লাহ,আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন : তাসকিন

শেরপুর নিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তাসকিন আহমেদ। ২ টেস্ট মিলিয়ে নিয়েছেন ১১ উইকেট। এমন সাফল্যে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। গতকাল শেষ টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। পরে সিরিজ সেরার পুরস্কার হাতে অনুভূতি ব্যক্ত করেছেন টাইগার এই পেসার।

তাসকিন বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ, ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগে।

সিরিজ ড্র করাকে বড় অর্জন বলছেন তাসকিন, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দুটো ম্যাচেই আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’

পরে সিরিজ সেরার ট্রফিটা উঁচিয়ে তাসকিন আরও বললেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশাআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’

Check Also

বাংলাদেশের স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই

শেরপুর নিউজ ডেস্ক: এসএ গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − five =

Contact Us