সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ১৬ ডিসেম্বর মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

১৬ ডিসেম্বর মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

শেরপুর নিউজ ডেস্ক: ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্ধী। তাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে কোটি ভক্তরা। দুই দলের ম্যাচে আলাদা হয়ে যায় ক্রীড়াপ্রেমি থেকে ভক্ত সমর্থকেরা। এবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তবে ফুটবলে নয়, দুই দল মুখোমুখি হচ্ছে ক্রিকেটে।

আগামী ১৬ ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ছেলেদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে খেলবে দুই দল। দুটি দেশ যে ক্রিকেট খেলে সেটাই অনেকের কাছে অজানা।

বাংলাদেশের মতো টেস্ট বা ওয়ানডে স্ট্যাটাস না থাকলেও আইসিসির টি-টোয়েন্টি স্ট্যাটাস আছে দক্ষিণ আমেরিকার দুই দেশের।
আগামীকাল আর্জেন্টিনা বনাম বারমুডা ম্যাচ দিয়ে শুরু হবে এই বাছাইপর্ব। আর আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি হবে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের দেশে। ১৬ ডিসেম্বর বুয়েন্স এইরেসের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

এর আগে ক্রিকেটে একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৯ সালের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২৯ রানে।

Check Also

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল

শেরপুর নিউজ ডেস্ক: ওয়ানডেতে দাপট দেখিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =

Contact Us