সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে: মাহফুজ

ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে: মাহফুজ

শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে চালানো প্রোপাগান্ডার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিগগিরই এ পদক্ষেপের ফলাফল দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করেন মাহফুজ আলম। সেখানে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে আমরা সংহতি এবং সম্প্রীতির শক্তি দিয়ে জয়ী হব। ভারতীয় প্রোপাগান্ডার জবাব দিতে কৌশলগত কিছু উদ্যোগ নেয়া হয়েছে, যার কার্যকারিতা দ্রুতই বোঝা যাবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের স্বীকৃতি ভারতকে আগে দিতে হবে। এছাড়া শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গণহত্যার দায়ভার স্বীকার করার আগ পর্যন্ত ভারতের সঙ্গে কোনও গঠনমূলক আলোচনা সম্ভব নয়।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে মাহফুজ আলম বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই আলোচনা হয়েছে। আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কথা হয়েছে। পরবর্তীতে সামনে বৃহত্তর পরিসরে ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টা সংলাপ করবেন। জাতীয় নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হয়েছে। আর আজকে বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

Check Also

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

শেরপুর নিউজ ডেস্ক: ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

Contact Us