শেরপুর ডেস্ক: যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’। দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) ২০২৩ সালের শিশুদের নামের তালিকা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে, মুহাম্মদ নামটি এবার দীর্ঘদিন শীর্ষে থাকা ‘নোয়াহ’কে পেছনে ফেলে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। নোয়াহ এবার দ্বিতীয় স্থানে রয়েছে, আর তৃতীয় স্থানে আছে ‘অলিভার’।
মেয়েদের মধ্যে টানা অষ্টম বছরের মতো শীর্ষে রয়েছে ‘অলিভিয়া’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘অ্যামেলিয়া’ এবং তৃতীয় স্থানে ‘আইসলা’।