সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসাপাতাল মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়ড়া উড়িয়ে উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জেদান আল মূসা, সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহ-সভাপতি কবীর আহম্মেদ।

অতিথিদের বক্তব্য শেষে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। এ সময় তারা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের খোঁজ নেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন। মেলায় সর্বমোট ৭৫টি স্টল রয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডার ও খাবার দোকান রয়েছে। এই জেলায় প্রবেশের জন্য কোন টিকিট কাটবে হবে না ক্রেতাদের। মেলাটি ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Check Also

বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলায় পরকীয়া প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হবিবর রহমান মন্ডলকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 1 =

Contact Us