শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বের সব প্রান্তেই এখন যুদ্ধের দামামা। মানব সভ্যতার ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে চর্চার অন্ত নেই জ্যোতির্বিজ্ঞানীদের। সাম্প্রতিক মাসগুলোতে প্রয়াত বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুস ও বুলগেরীয় জ্যোতিষী ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা বাবা ভাঙ্গার করা ভবিষ্যতবাণী ফের আলোচনার কেন্দ্রে। মানবসৃষ্ট সংঘাত ও ভয়াবহ দূর্যোগের মধ্য দিয়ে ২০২৪ সাল অতিক্রম করতে চলেছে। আসছে নতুন বছর ২০২৫।
বাবা ভাঙ্গার বলেছিলেন, ২০২৫ সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটবে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ তো আছেই। এছাড়া অন্য আরও দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বাধবে। নস্ত্রাদামুসের ভবিষতবাণী হচ্ছে, ইউরোপের ভবিষ্যত অন্ধকার। ভয়ঙ্কর যুদ্ধ থেকে প্রাচীন কালের মতো আবার প্লেগ ছড়িয়ে পড়বে। অনেক মানুষ মারা যাবে।
এই জ্যোতিষীর মতে, ২০২৫ সাল থেকে ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছরই পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা। তারপরে ২০৭৬ সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন। ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা, ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন তারা। এছাড়াও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।