সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / সারিয়াকান্দির ইউএনওর অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দির ইউএনওর অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল

রহিদুর রহমান মিলন,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন অনিয়ম,দুর্নীতি ও অর্থনীতি শুমারিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোক জনকে স্থান দেয়ার অভিযোগে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন,সারিয়াকান্দি উপজেলা বিএনপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে আব্দুল মান্নান মহিলা কলেজ গেট থেকে বিক্ষেভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সারিয়াকান্দি উপজেলা পরিষদের গেটের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ শেষে সারিয়াকান্দি উপজেলা পরিষদের গেটের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার সহ- সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

এ সময় সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গোলাপি বেগম,সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান,সারিয়াকান্দি সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদ রহমান পাভেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন,আমাকে তারা অপসরণ করবে সমস্যা কি। ঠিক আছে তারা অভিযোগ দিবে আমার উর্ধ্বতন-কর্তৃপক্ষের কাছে। নিয়ম অনুযায়ী আমার উর্ধ্বতন-কর্তৃপক্ষ তদন্ত করে তদন্ত করে ব্যবস্থা নিবে।

Check Also

সারিয়াকান্দিতে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠিত

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাদবাতুদ্ দাওয়াহ্ আল-ইসলামিয়া পাকরতলী নূরানী হাফেজিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =

Contact Us