শেরপুর নিউজ ডেস্ক: অভিনেত্রী তানজিকা আমিন। তার পর্দায় হাতেখড়ি হয় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে। তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ।
এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাকে দেখা যায়নি সিনেমায়। সম্প্রতি আলোচিত ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কাটে এ অভিনেত্রী।
তানজিকা আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যায় বিয়ের সাজে। মায়ের যত্ন করে রেখে দেওয়া শাড়ি পরে বিয়ে করলেন এ অভিনেত্রী। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।