সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / সোনাতলায় বাঙালি নদীর ওপর দীর্ঘদিনেও ব্রিজ নির্মাণ করা হয়নি

সোনাতলায় বাঙালি নদীর ওপর দীর্ঘদিনেও ব্রিজ নির্মাণ করা হয়নি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিয়ে বহমান বাঙালি নদীর ওপর দীর্ঘদিনেও ব্রিজ নির্মাণ করা হয়নি। ব্রিজ না থাকায় দুপারের ২৮ গ্রামের দেড় লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভুক্তভোগীরা অবিলম্বে ব্রিজ নির্মাণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের মোনারপোটল-হলিদাবগা এলাকায় বাঙালি নদীতে দীর্ঘদিন ব্রিজ না হওয়ায় নদীর দুপাশের ২৮ গ্রামের লাখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় নদী পারাপার করতে হয়। আবার শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে হয়।

জাতীয় ও স্থানীয় ভোটের আগে জনপ্রতিনিধিরা জোড়গাছায় ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। কিন্তু নির্বাচন শেষে তারা সে অঙ্গীকার ভুলে যান। ফলে দীর্ঘ ৫৩ বছরেও ব্রিজ নির্মাণ সম্ভব হয়নি। সোনাতলা উপজেলার মোনারপোটল ও হলিদাবগা এলাকার ৮৫ ভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে জড়িত। নদীতে ব্রিজ না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল দ্রুত পারাপার করতে পারেন না। শিক্ষক ও শিক্ষার্থীরা সঠিক সময়ে তাদের প্রতিষ্ঠানে পৌঁছতে পারছে না।

এ প্রসঙ্গে হলিদাবগা গ্রামের ডা. জান্নাতুল আলম দুখু  বলেন, বাঙালি নদীতে ব্রিজ না হওয়ায় কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। ওই নদী পারাপারের ক্ষেত্রে মানুষ ও গবাদি পশুকে প্রাণ হারাতে হয়েছে। ওই স্থানে ব্রিজ নির্মাণ হলে মানুষের জীবনমান পাল্টে যাবে।

স্থানীয় জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ওই স্থানে ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণ হলে আশপাশের ২৮টি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

সোনাতলা উপজেলা প্রকৌশলী জানান, তিনি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছেন। ব্রিজ না থাকার বিষয়টি তার জানা নেই। এলাকাটি পরিদর্শন করে সেখানে ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Check Also

ধুনটে রেলিং ভাঙ্গা জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ

  ধুনট (বগুড়া) সংবাদদাতা: ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে একটি খালের ওপর নির্মিত সেতুর দুই পাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us