সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ৬৯ লাখ টাকার স্বর্ণ নিয়ে বিমানবন্দরে অভিনেত্রীসহ আটক ২

৬৯ লাখ টাকার স্বর্ণ নিয়ে বিমানবন্দরে অভিনেত্রীসহ আটক ২

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক নাট্যাভিনেত্রীসহ দুজনকে আটক করা হয়েছে। ওই যাত্রীরা অবৈধভাবে ৭৩৩ গ্রাম স্বর্ণ নিয়ে বিমানবন্দরে আসেন। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬৯ লাখ টাকা।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে বিজি-১৪৮ ফ্লাইটে ওই অভিনেত্রীসহ দুই যাত্রীকে আটক করেছেন এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

গ্রেপ্তার হওয়া যাত্রীরা হলেন- অনামিকা জুথী (৩৪)। তিনি একজন নাট্যাভিনেত্রী। তার বাড়ি ঢাকার মিরপুরে। অন্যজন হলেন- মোহাম্মদ রায়হান ইকবাল (৩০)। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে করে দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসেন। তখন নাট্যাভিনেত্রী জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে রাখেন এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া অন্য স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

ওই সময় তাদের কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ড এর চেইন সদৃশ ২৪ ক্যারেটের ৫৪৩ গ্রাম এবং ২২ ক্যারেটের ১৯০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৭৩৩ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের রাজস্বসহ আনুমানিক বাজার মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গ্রেপ্তার হওয়া যাত্রীরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী। এভিয়েশন নিয়ম অনুযায়ী তাদের একই বিমান করে এনএসআই ও শুল্ক গোয়েন্দার ঢাকা বিমানবন্দর টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন এবং স্বর্ণ নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলা হয়েছে।

Check Also

একইদিনে ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনের সুপারিশ করা হবে

শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, একইদিনে ইউনিয়ন পরিষদ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =

Contact Us