সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে শাহ তুরকান আইডিয়াল একাডেমির শুভ উদ্বোধন

শেরপুরে শাহ তুরকান আইডিয়াল একাডেমির শুভ উদ্বোধন

শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শাহ তুরকান আইডিয়াল একাডেমি। সাধারণ ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হবে এই একাডেমির স্কুল এন্ড কলেজ। শনিবার (০৭ডিসেম্বর) বেলা বারোটার দিকে উদ্বোধন উপলক্ষ্যে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়।

শহরের হামছায়াপুরস্থ শাহ তুরকার আইডিয়াল একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও একাডেমি পরিচালনা পর্ষদ’র চেয়ারম্যান শিল্পপতি আলহাজ¦ দবিবুর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খান।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক নাজিমুদ্দিন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা জামায়াতের নায়েবে আমির নাজমুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সেখ আব্দুল মান্নানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ তুরকার আইডিয়াল একাডেমি পরিচালনা পর্ষদ’র ভাইস চেয়ারম্যান মাওলানা মানছুরুর রহমান, নির্বাহী সদস্য হাফেজ জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন, নাজির হোসেন, সোহেল মির্জা, মামুনুর রশিদ, আশরাফ আলী, আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন একাডেমি পরিচালনা পর্ষদ’র চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব দবিবুর রহমান। এক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. আশিক খান।

Check Also

শেরপুরে অজ্ঞান করে ইজিবাইক চুরি, চার সদস্য গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে অজ্ঞান করে দুটি ইজিবাইক চুরির ঘটনায় আন্তঃজেলা চক্রের চার সদস্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us